বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দিশা আয়োজিত বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান দিশা প্রশিক্ষণ কেন্দ্র (ডিটিসি), মিরপুর -১২, ঢাকায় ০৯.০৪.২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফসিউল্লাহ্, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)। দিশা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মো. সহিদ উল্লাহ্’র সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিসেস ছালীমা নাজনীন বীথি, উপদেষ্টা, দিশা, জনাব মো. ফরহাদ হোসেন, পরিচালক, দিশা এবং মো. আতিয়ার রহমান, অধ্যক্ষ, ডিআইএসটি সহ দিশা, ডিআইএসটি, ডিটিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ২২ শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ২৬ জন দিশা’র সদস্য সন্তানরাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মসূচী শেষে প্রধান অতিথি জনাব মোঃ ফসিউল্লাহ্, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) মিরপুর, বর্ধিত পল্লবী এলাকায় দিশা’র সামাজিক উদ্যোগ আলোঘর জ্ঞান ও তথ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং পাঠকদের সাথে মত বিনিময় করেন। পরিশেষে তিনি দিশা পল্লবী শাখা পরিদর্শন করেন এবং সদস্য ও শাখার কর্মীদের সাথে মতবিনিময় করেন। কয়েক জন ঋণী সদস্যদের সাথে কথা বলেন এবং ঋণের চেক হস্তান্তর করেন। ঋণের টাকা সঠিক প্রকল্পে ব্যবহার করার পরামর্শ প্রদান করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।